নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে দশম শ্রেণির ছাত্রী স্কুল ছাত্রী নিখোঁজ থানায় জিডি

0
187

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ এক ছাত্রী। নিখোঁজ ওই ছাত্রীর নাম রূপজান সাইমা (১৫)। সে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিক এর মেয়ে এবং স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, গত ২২ (জানুয়ারী) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইমা, এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে। ওই দিন বিকালে বিদ্যালয়ে খোঁজ নিলে প্রধান শিক্ষক জানান, ওই দিন সে বিদ্যালয়ে আসেনি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার। অনেক খোঁজাখুঁজি করে সাইমা কে না পেয়ে গত বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাইমার বাবা হাসমত মল্লিক। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিখোঁজ মেয়েটির বাবা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,আমরা তদন্ত করছি, নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here