খবর৭১ঃ করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যু চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
তিনি বলেছেন, বাংলাদেশে কোভিড আক্রান্তের হার বেড়ে গেছে। ওমিক্রন আসায় ২০ গুণ আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।যেহেতু সংক্রমণ বেড়েছে মৃত্যুও বেড়েছে। ওমিক্রণে মৃত্যুর সংখ্যা চার গুণ বেড়েছে।
রোববার (৩০ জানুয়ারি) মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম হলে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এসব কথা বলেন।
ওমিক্রন মৃদু এটা ভুল ধারণা জানিয়েছে তিনি বলেন, ওমিক্রনকে হালকাভাবে উড়িয়ে দেওয়া ঠিক না। ইতিমধ্যে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।মানুষ মারা গেছে। সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, সংক্রমণ কমাতে হবে। কারণ সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বে।
ভ্যাকসিন কর্মসূচি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন আমরা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রেখেছি। ভ্যাকসিন দেওয়ার ফলে মৃত্যুহার কম। আমাদের দেশে আক্রান্ত সংখ্যা আরও বেশি হবে, কারণ সবাই পরীক্ষা করে না। আমরা সবাই বেপরোয়াভাবে ঘুরে বেরাচ্ছি, অন্যকে আক্রান্ত করছি। কেউ কক্সবাজারে যাচ্ছে, বাণিজ্য মেলায় যাচ্ছে, বিয়ে শাদি করছে। ঘুরে বেরাচ্ছি কিন্তু মাস্ক পরছি না।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, করোনা টিকার প্রথম ডোজ প্রায় ১০ কোটি লোককে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি মানুষকে। একটা খুব ভালো খবর হলো- আমরা স্কুলের ১ কোটি ৪০ লাখ ছেলেমেয়েদের টিকা দিয়েছি। এ মাসেই ৩ কোটি ৪০ লাখ মানুষকে টিকা প্রদান করেছি; এটা বড় একটা অর্জন। আমরা মোট টিকা প্রদান করেছি ১৫ কোটি ৭০ লাখ। আমাদের লক্ষ্যমাত্রা সাড়ে ১২ কোটি টিকার ডোজ প্রদান। ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। বাস মালিক, দোকান মালিক সমিতি- এ সমস্ত জায়গার কিছু লোক টিকা নেয়নি। এ সংগঠনগুলোকে চিঠি দিয়েছি; তাদের টিকা নিতে বাধ্য করতে বলেছি। একটা মিটিং এ বসে আমরা ব্যবস্থা নিচ্ছি।