স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের ব্যবস্থাপনায় ও বাগেরহাটের কৃতি সন্তান মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র প্রবাসি ক্যানসার চিকিৎসক, ক্যান্সার বিজ্ঞানি ডা: হামিম ইবনে কাওসার এবং তার সুহৃদ বন্ধুদের আর্থিক অনুদানে শীতার্থদের মাঝে কম্বোল ও সোয়েটার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক মুহম্মদ আজিজুর রহমান। বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের সভাপতি অধ্যপক হায়দার আলী বাবুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনের স লনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সুন্দরবন মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ বুলবুল কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডা: মঈন আহম্মেদ, প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।
এ সময় বাগেরহাটের তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দুস্থ্য ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে তিন শতাধিক সোয়েটার বিতরন করা হয়।