চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট-এ তালা:গ্রাহকদের মানববন্ধন

0
339

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছে। এর আগে পাওনা টাকার দাবিতে গ্রাহকরা মানববন্ধন করে। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ ঘটনাটি ঘটে। ই কমার্স আদিয়ান মার্টের লোভনীয় অফারের খপ্পরে পড়ে চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকার কয়েক হাজার যুবক পথে বসেছে। মাত্র দেড় বছরে এই প্রতিষ্ঠান ৮/১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় গত বছর ২৯ অক্টোবর প্রতারনার মামলায় আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেফতার করে র‍্যাব। পরে ৩ জন জামিনে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরও টাকা ফেরত না দেওয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠে। এরই পেক্ষিতে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে কয়েকশ মানুষ মানববন্ধন শেষে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা আদিয়ান মার্টের ব্যবস্য প্রতিষ্ঠান ও প্রধান নির্বাহীর বাড়িতে তালা ঝুলিয়ে দেয়।

প্রসংগত করোনার শুরুতে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে চুয়াডাঙ্গার মোমিনপুরে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের যাত্রা শুরু। অল্প দিনেই কয়েক হাজার গ্রাহকের ৮/১০ কোটি টাকা হাতিয়ে নেয়।
এক পর্যায়ে ২৯ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। গ্রেফতার করা হয় সিইও জুবায়ের সিদ্দিক, ভাই মাহমুদ সিদ্দিক, পিতা আবু বকর ও ম্যানেজার মিনারুল। কিছুদিন আগে জামিনে মুক্ত হয় ভাই মাহমুদ সিদ্দিক, পিতা আবু বকর ও ম্যানেজার মিনারুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here