পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় হোজাইফা (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার গদাইপুরের মুক্তির মোড় নামক এলাকায়। নিহত শিশু উপজেলার গদাইপুর (সরল) চরমোলাই এলাকার মকছেদ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, শনিবার ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে খেলা করছিল। একপর্যায়ে সে পাইকগাছা-খুলনা প্রধান সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী ইজিবাইক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক শিশুটি জ্ঞান হারায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সর্বশেষ শিশুটির আকষ্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।