হাসপাতালে ভর্তি রোগীদের ৮৫ ভাগ টিকা নেননি: স্বাস্থ্যমন্ত্রী

0
212

খবর৭১ঃ
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের ৮৫ ভাগই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে খুবই স্বল্পসংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার বিকালে ওমিক্রন মোকাবিলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেপরোয়া চলফেরার কারণে সংক্রমণ বেড়েছে। এখন যারা আক্রান্ত হচ্ছেন তাদের ৭০ থেকে ৮০ ভাগ ওমিক্রনে আক্রান্ত, যা আশঙ্কাজনক।’

মন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ ও ডেল্টা ভ্যারিয়েন্ট সফলতার সাথে মোকাবিলা করলেও তখন আমাদের হাসপাতাল ব্যবস্থাপনায় অনেক ঘাটতি ছিল। এখন ব্যবস্থাপনা ভালো করা হয়েছে। অনেক হাসপাতাল কেন্দ্রীয় অক্সিজেনের আওতায় আনা হয়েছে। টিকাদান কর্মসূচি সমানতালে চলছে। দ্বিতীয় ঢেউ মোকাবিলার পর এখন সাহস হয়েছে সবার।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আসার পর জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা দিয়েছে। এখন দেখছি স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষ সচেতন নয়, প্রতিদিন করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। সংক্রমণ হাসপাতালে ভর্তির হার বাড়েনি। এর একটি কারণ, আমার টিকাদান কর্মসূচি ভালোভাবে করতে পেরেছি।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here