খবর৭১ঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ সাবেক শিক্ষার্থীকে আটক করে ঢাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদেরকে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহায়তার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের তথ্যের ভিত্তিতে তাদের আটক করতে সহায়তা করেছে ঢাকার সিআইডি।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর ফার্মগেট ও উত্তরা এলাকা থেকে শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করা হাবিবুর রহমান স্বপন, একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করা রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদকে আটক করা হয়। তবে এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদের পাশের বছর জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ গণমাধ্যমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।