ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে ২শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
২০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নবী উল্যাহ বাজার উদয়ন বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে এমপির মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ছালাহ্ উদ্দিন, চরদরবেশ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মানিক মেম্বার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উদয়ন বিদ্যানিকেতন এর ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আবুল কাশেম, স্থানীয় মেম্বার আবদুল হাকিম দুলাল, উদয়ন বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক হিমাংশু চন্দ্র দাস ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ