সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল -মামুন সরকার (৫০) আর নেই। আজ বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের বাঙ্গালীপুর নিজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, দুই ভাই ও দুই বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ নামাজে জোহর মরহুমের
গ্রামের বাড়ি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট খিয়ারপাড়ায় প্রথম এবং বাদ নামাজে আছর শহরের দারুল উলুম মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বেবী, নীলফামারী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ও শামীম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে মো.শাহীন আকতার শাহীন, এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দ মঞ্জুর আলম, জোবায়দুর রহমান শাহীন, আব্দুল খালেক সাবু,বেলাল হোসেন,
ফরহাদ হোসেনসহ অন্যান্য কাউন্সিলর,পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী, খাতামধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ রানা বাবু (পাইলট),কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মোখলেছুর রহমান জুয়েল, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।