বাংলাদেশ স্কাউটস্’র দিনাজপুর আঞ্চলিক উপ-কমিশনারের দায়িত্ব পেলেন অধ্যক্ষ শাবাহাত

0
202

সৈয়দপুর প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং এবং উন্নয়ন) হিসেবে নিয়োগপ্রাপ্ত সৈয়দপুরের ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুকে সনদপত্র প্রদান ও দায়িত্ব অর্পণ করা হয়েছে। আজ বুধবার দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দশমাইলে বাংলাদেশ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ২৭ তম সভায় অধ্যক্ষ সাব্বুকে ওই সনদপত্র ও দায়িত্ব অর্পণ করা হয়।

বাংলাদেশ স্কাউটস্ এর প্রধান জাতীয় কমিশনার ড. মো.মোজাম্মেল হক খান ও দিনাজপুরের আঞ্চলিক কমিশনার মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত সনদপত্রে বলা হয়, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশু কিশোর ও যুবদের সসংগঠিত করে চরিত্রবান,দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুকে বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনের দায়িত্ব অর্পণ করা হলো।

এর আগে গেল বছরের ৫ অক্টোবর দিনাজপুর অঞ্চলের কমিশনার মো. আখতারুজ্জামান এএলটি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ওই পদে নিয়োগ প্রদান করা হয়।
বাংলাদেশ স্কাউটস্ এর গঠনতন্ত্রের ৪৯ ধারা অনুযায়ী আঞ্চলিক কমিশনারের কার্যাবলী সম্পাদনে সহায়তার জন্য অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুকে উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং এবং উন্নয়ন) পদে নিয়োগ দেয়া হয় বলে ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। একই আদেশে বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার হিসেবে বিভিন্ন দায়িত্ব দিয়ে আরও ১১ নিয়োগ দেয়া হয়। স্কাউটার মো. শাবাহাত আলী সাব্বু বর্তমানে সৈয়দপুর শহরের ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
মূলতঃ তিনি প্রায় দুই যুগ থেকে স্কাউটসের সঙ্গে জড়িত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর সাংগঠনিক রেলওয়ে জেলা ও উপজেলা স্কাউটসের অধীনে দুইটি করে কাব ও স্কাউট দল এবং একটি মুক্ত স্কাউট দল রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের প্রেসিডিয়াম সদস্য, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম- সাধারণ সম্পাদক, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর গ্রন্থাগারের সভাপতিসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here