মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই মোটরসাইকেল।
গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সৈয়দপুর শহরের উপকন্ঠ ঢেলাপীরের উত্তরা আবাসন এলাকার ঈদগাহ মাঠ থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা জাহিদুল ইসলাম (শুভ) ওরফে বকুলকে (৩০) গ্রেফতার করা হয়। সে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার লক্ষীপুর রহিমানগর বাজার এলাকার মাওলানা হারুন অর রশিদের পুত্র। এসময় গ্রেফতার শুভ’র স্বীকারোক্তিতে পুলিশ বুধবার ভোরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দর্জিপাড়া এলালার বাড়ি থেকে চোর চক্রের সদস্য মোটর সাইকেল ক্রেতা মনিরুজ্জামান সোহাগকে (৩০) গ্রেফতার করা হয়। পরে ওই বাসা থেকে উদ্ধার করা হয় গত ২৩ ডিসেম্বর গভীর রাতে সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমি স্কুল সংলগ্ন বাসিন্দা ব্যবসায়ী আকরামের বাসা থেকে চুরি যাওয়া বাজাজ কোম্পানীর ১৫০ সিসির লাল কালো রঙের পালসার মোটর সাইকেল। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান মোটরসাইকেল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। থানার উপ-পরিদর্শক মো. সাহিদুর রহমান জানান,২৩ ডিসেম্বর রাতের কোন একসময় শহরের কয়া বাঁশবাড়ি এলাকার আল ফারুক একাডেমি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকরামের বাসা থেকে বাজাজ কোম্পানীর লাল কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরি যায়। এনিয়ে থানায় একটি অভিযোগ করেন তিনি। পরে সৈয়দপুরে চোর চক্রের সদস্যদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে সোর্সের দেয়া গোপন সংবাদে পুলিশ জানতে পারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মুলহোতা জাহিদুল ইসলাম শুভ ওরফে বকুল ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার ঈদগাহ মাঠে অবস্থান করছে।
এমন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক মো. সাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় শুভকে গ্রেফতার করে। এসময় ২৩ ডিসেম্বর রাতে মোটরসাইকেল চুরির বিষয়ে জানতে চাইলে প্রথমে সে অস্বীকার করলেও পরে কঠোর জিজ্ঞাসাবাদে ওই চুরির কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুরা দর্জিপাড়ার মৃত ওয়াহেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এসময় মৃত ওয়াহেদের পুত্র চোর চক্রের সদস্য ও মোটরসাইকেল ক্রেতা মনিরুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুই আসামিকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।