খবর৭১ঃ নারায়ণগঞ্জে আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলুমদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান। তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই লেগুনার চালক ছিলেন।