আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে ছাইতানতলা শ্রীঅঙ্গন সার্বজনীন দুর্গা মন্দির’র পূণঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুরে এ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার। এ সময় ছিলেন, মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার সরকার মিন্টু, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ওয়ার্ড সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি ও ঢাকা প্রেস ক্লাব’র স্থায়ী সদস্য আবু বক্কর সিদ্দিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে অধ্যক্ষ গোলাম আযম খাঁ, বিজন কুমার সরকার প্রমূখ।