ভাঙ্গায় ইয়াবা পাচারকারী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামী গ্রেফতার

0
328

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং ইয়াবা পাচারকারী সহ ৯ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডে এক সংবাদ সমে¥লনে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই আবুল কালাম আজাদসহ সংগীয় পুলিশ নিয়ে উপজেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের মালীগ্রাম ফ্লাইওভারের নীচ থেকে অভিনব কায়দায় ১১,শ ৪০ পিচ ইয়াবা পাচারকালে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে,কক্সবাজারের উখিয়া কোর্ট বাজার এলাকার ছোটন দাস(৩১),একই এলাকার নুর মোহাম্মদ (২৪) এবং ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আমির হোসেন(২১)। এদিকে পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here