সুন্দরগঞ্জে কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল

0
400

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল পূর্ব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্য-নির্বাহী কমিটি’র সদস্য সচিব কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক। উপজেলা কৃষকলীগের সভাপতি আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাসুদ আলম প্রামানিকের স লনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি’র সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, যুগ্ম-আহবায়ক, আব্দুল্লাহ আল-মামুন, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক দীপক কুমার পাল,উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সালমা (উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান) সহ আওয়ামীলীগ, কৃষকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে আতাউর রহমান মাস্টারকে সভাপতি ও বকুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক মেয়াদে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here