আরও শক্তিশালী হয়ে ফিরব, কেন লিখলেন এশা

0
323

খবর৭১ঃ মহামারি করোনার তৃতীয় ঢেউয়ে ভারতে প্রতিদিন সংক্রমিত হচ্ছেন বহু মানুষ। সংক্রমণের তালিকা থেকে বাদ যাচ্ছে না বলিউড তারকারাও। এবার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার।

রোববার নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন এ অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী লিখেছেন— সব রকমের সতর্কতা মেনে চলার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সব করোনাবিধি মেনে চলছি। নিজেকে আইসোলেশনে রেখেছি। বাড়িতেই এ মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছি। নিশ্চিত রয়েছি খুব শিগগিরই আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।

তিনি আরও লিখেছেন— প্রত্যেকে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন আর অবশ্যই মাস্ক পরে থাকুন। নিজের এবং অন্যদের খেয়াল রাখুন। আবারও বলা মাস্ক পরতে যেন ভুলবেন না। সবার প্রতি অনেক ভালোবাসা রইল।

প্রসঙ্গত শেষবার অভিনেত্রী এশা গুপ্তাকে দেখা গেছে ওয়েব সিরিজ ‘নকাব’-এ। ‘জান্নাত টু’, ‘রুস্তম’, ‘বাদশাহো’ অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। তাকে খুব শিগগির দেখা যাবে ‘ইনভিজবল ওম্যান’ নামে একটি সিনেমায়। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন সুনীল শেঠী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here