করোনা ৩ জনের মৃত্যু , একদিনে শনাক্ত ১৪৯১

0
291

খবর৭১ঃ  দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের দুইজন নারী ও একজন পুরুষ।

রোববার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

এদিকে গত একদিনে ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।

উল্লেখ্য, আগের দিন শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ১১৬ জনের শরীরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here