ফুলবাড়িয়ায় কম্বল বিতরণ

0
298

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি (এমএফপি) ফুলবাড়িয়া শাখা কার্যালয়ের উদ্যোগে অসহায়, দুঃস্থ, শীতার্ত সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ বাজার এলাকায় সিসিডিবি কার্যালয়ের হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের পক্ষে প্যানেল চেয়ারম্যান মো. সেলিম রেজা।
ময়মনসিংহের ফুলবাড়িয়া এরিয়া কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. আ. জব্বার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক আব্দুস ছোবহান, হিসাব রক্ষক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৪৮ জন অসহায়, দুঃস্থ সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরনের পূর্বে আলোচনা সভায় বক্তারা বাল্য নিয়ে ও ঋণ কার্যক্রম এবং সন্তানদের সু-শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here