গ্রিন রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

0
460

খবর৭১ঃ রাজধানীর গ্রিন রোডের ১৪তলা আরএস টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর ভবনটির পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিল খালেদ।

রাশেদ বিল বলেন, গ্রিন রোডের ১৪তলা আর এস টাওয়ারের পঞ্চম তলায় সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here