পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার কৃতি সন্তান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সিনিয়র সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ সংক্রান্ত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন-১ অধিশাখার ০৫.০০.০০০০.১৩০.১২.০০১.২০.৬৬৭/১(৫০) নং স্মারকপত্রের আলোকে এ পরিপত্র জারী করেছে মন্ত্রণালয়।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের শ্রীনিবাস চন্দ্র ঘোষের ছেলে তপন কান্তি ঘোষ। তার মায়ের নাম রাধা রানী ঘোষ। তিনি বণাঢ্য কর্মময় জীবনে, ১৯৮৯ সালে তিনি ৮ম বিসিএস এর প্রশাসন ক্যাডার সদস্য হিসেবে সরকারী চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তপন কান্তি ঘোষ মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব¡ পালন করেন। পরবর্তীতে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে “সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প” এর প্রকল্প পরিচালক পদে তিন বছরের অধিককাল কর্মতর ছিলেন। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত তিনি বেলজিয়ামের ব্রাসেলস-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর ও মিনিস্টার (কমার্স) হিসেবে কর্মরত ছিলেন। বেলজিয়াম ও লুক্সেমবার্গের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে কাজ করা ছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় পার্লামেন্ট এর সাথে নিবিড়ভাবে কাজ করেন। তিনি ২০১৯ সালের ৫ ডিসেম্বর সরকারের সচিব পদে যোগদান করে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এর দায়িত্বে কর্মরত ছিলেন। এরপর ৭ জুলাই ২০২০ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। এরপর ৩০মে, ২০২১ তারিখে সচিব হিসেবে এ মন্ত্রণালয়ে পাদায়িত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে অদ্যাবধি কর্মতর রয়েছেন। নান্দনিক কর্ম ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পরিপত্রের আদেশের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদায়িত হয়েছেন। কপিলমুনি হরিঢালীর কৃতি সন্তান হিসেবে অত্র এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।