মিরসরাইয়ে নবনির্বাচিত ১৬ চেয়ারম্যানের শপথ গ্রহণ

0
250

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শপথ গ্রহণ করেন উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, ৪ নম্বর ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৭ নম্বর কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ১২ নম্বর খৈইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।

এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৩টি ইউনিয়নে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here