ঠাকুরগাঁওয়ে ভোট দিতে পেরে খুশি শতবর্ষী সৌমিত্র বালা

0
394

ঠাকুরগাঁও প্রতিনিধি: চতুর্থ ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদে রোববার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়নের কুমারপুকুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন শতবর্ষী সাবিত্রী বালা।বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এক হাতে লাঠি আর অন্য হাতে ছেলেকে ধরে ভোটকেন্দ্রে এসেছেন তিনি।

সাবিত্রী বালা বলেন, মোর বয়স ১০০ বছরের বেশি হয়ে গেছে। লাঠি ছাড়া চলিবা পারু না। ভোট দিবা পারে মোক খুব ভাল লাগেচে। মনে হয় না আর ভোট দিবা পারিম জীবনত। ভোট দেহেনে শান্তি পানু খুব। যেইডা মার্কা ভাল লাগিছে ওইটাত ভোট দিছু গে।

ছেলে অনীল বলেন, মায়ের অনেক বয়স হয়েছে। শুয়ে থাকা ছাড়া কোনো কিছু করতে পারেন না। লাঠি ছাড়া হাঁটতেও পারেন না। কয়েক দিন থেকেই মা বলছে, এবার আমিও ভোট দিতে যাব। আমি বললাম, ভোট না দিলে কী হয়? মা বলল, ভোটটা নষ্ট করা যাবে না। ভোট দিতে যাবোই। তাই মাকে ভ্যানগাড়িতে করে নিয়ে আসছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here