আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আদালতে সাংবাদিকসহ ৪ জনেকে অভিযুক্ত করে পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন দাখিল করার অভিযোগে মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা শহরের গানাসাস সামনের সড়কে প্রেসক্লাব গাইবান্ধা’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ক্ষতিগ্রস্থ পরিবার, উক্ত ক্লাব’র অন্তর্ভুক্ত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। এ সময় বিজ্ঞ আদালতে দাখিলকৃত মামলাটির প্রতিবেদন প্রত্যাহার পূর্বক বিচার বিভাগীয় তদন্তসহ তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির দাবী জানান বক্তারা। উল্লেখ্য, প্রেসক্লাব গাইবান্ধা’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নিউজবাংলা’র গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলামসহ ৪ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।