২০২৮ অলিম্পিকেও থাকছে না ক্রিকেট

0
259

খবর৭১ঃ গত কিছুদিন ধরেই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর সর্বোচ্চ চেষ্টায় করেছে আইসিসি। তবে তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। অন্তত অলিম্পিকের প্রাথমিক তালিকা বলছে তা-ই। স্কেটবোর্ডিং, স্পোর্টস ক্লাইম্বিংয়ের মতো খেলা থাকলেও সেখানে যে নেই ক্রিকেটের নাম!

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে ২৮টি খেলার একটি তালিকা দিয়েছে কার্যনির্বাহী বোর্ডে। তবে এই বাদ পড়ায় খুব একটা দুর্ভাবনার কিছু নেই বলে জানিয়েছে আইসিসি। এ ব্যাপারে সংস্থাটির এ পরিচালক জানিয়েছেন, ‘এর (অলিম্পিকে অন্তর্ভুক্তি) জন্য অনেক সময় আছে। আমরা আমাদের লক্ষ্যেই আছি। আমাদের অলিম্পিকে খেলার লক্ষ্যটা বদলে যায়নি।’

ঐ পরিচালক আরও বলেছেন, ‘শুরুর তালিকাটা সাধারণত হয় এমন খেলার যা ইতোমধ্যেই অলিম্পিকে খেলেছে। আয়োজক শহরের অন্যান্য ইভেন্ট বাছাই করার প্রক্রিয়া শুরু হবে আগামী বছর। আমরা সেটার অংশ হবো।’

আইসিসির অলিম্পিক পরিকল্পনায় কাজ করা একজন পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছেন আবার এভাবে, ‘এটা দ্বিস্তরবিশিষ্ট একটা প্রক্রিয়া। এখন কেবলই প্রথম স্তরটা শেষ হলো। পরের প্রক্রিয়াটা আসবে তখন, যখন আয়োজকরা অন্যান্য খেলার প্রস্তাব রাখা শুরু করবে। ক্রিকেট শুরু থেকেই দ্বিতীয় স্তরের অংশ ছিল, যা সম্ভবত ২০২৩ এ শুরু হবে। এখনই দুশ্চিন্তার কিছু নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here