ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

0
291

খবর৭১ঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।
ভূমিকম্পের কেন্দ্র ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরস দ্বীপের উত্তরে।
পূর্ব ফ্লোরস এলাকার আন্দোনারার বাসিন্দা নুরাইনি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমি মাঠে ছিলাম। লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছে। আমি এখনও আতঙ্কে কাঁপছি।’
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের প্রাণহানী ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যে এ ভূমিকম্পে প্রাণহানীর শঙ্কা কম বলে উল্লেখ করা হয়েছে।
ইউএসজিএস বলছে, সম্প্রতি ওই এলাকায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছিল। এ কারণে ক্ষতির ঝুঁকি কম রয়েছে। তবে ভূকম্পনের জেরে সুনামি ও ভূমিধস হলে তাতে ক্ষয়ক্ষতি হতে পারে।
এক প্রতিবেদনে জানা যায়, প্রথম ভূকম্পন আঘাত হানার কিছুক্ষণ পর ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্পন আঘাত হানে।
এর আগে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯ দশমিক ১ মাত্রার ভূকম্পন আঘাত হানে। এর জেরে যে সুনামি দেখা দেয় তাতে ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানী হয়। এরমধ্যে কেবল ইন্দোনেশিয়ায়ই মারা যান ১ লাখ ৭০ হাজার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here