নড়াইলে সনিয়া কে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

0
356

উজ্জ্বল রায়, যনড়াইল থেকে : যৌতুকের দাবিতে নড়াইলে স্ত্রী সনিয়া বেগমকে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী গাউচ মিনাকে (৪০) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ আদেশ দেন। এ মামলায় অপর আসামি সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। আসামি গাউচ মিনা নড়াইলের নড়াগাতি থানার খাষিয়াল গ্রামের খবির মিনার ছেলে। মামলার বিবরণে জানা যায়, আসামি গাউচ মিনার সাথে ২০১১ সালের মার্চ মাসে তার বোন সনিয়া বেগমের বিয়ে হয়। গাউচ মিনা ও সাহিদা বেগম বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সনিয়ার ওপর নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে সনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। মোট ১৬ জনের স্ব্যা শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাউচ মিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here