ঠাকুরগাঁওয়ে রেলের লেভেল ক্রসিং যেন মৃত্যুফাঁদ

0
308

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রোড এলাকার রেলের লেভেল ক্রসিং যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় তিন মাস ধরে এই ক্রসিংয়ের গেট বেরিয়ার নামছে না। ফলে ঝুঁকিতে রয়েছে
রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ। সরজমিনে দেখা যায়, চার লেন সড়কে দুই পাশে মোট চারটি গেট বেরিয়ার রয়েছে। ট্রেন আসার পূর্বে তিনটি গেট বেরিয়ার নামানো হলেও একটি নামানো হচ্ছে না।
রেল ক্রসিংয়ের পাশের দোকানদার খায়রুল বলেন, তিন মাস ধরে এই গেট বেরিয়ারটা
পড়ছে না। যান্ত্রিক সমস্যা হতে পারে। তাই বলে এতো দিনেও ঠিক হবে না! এটা কর্তৃপক্ষের গাফিলতি ছাড়া আর কিছু নয়।সিনথিয়া ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, সারাদেশে নিরাপদ সড়কের জন্য
শিক্ষার্থীরা আন্দোলন করছে। অথচ ঠাকুরগাঁওয়ের ব্যস্ততম একটি সড়কের রেল ক্রসিংয়ে গেট বেরিয়ার তিন মাস ধরে নামছে না। সংশ্লিষ্টদের অবহেলায় রেল ক্রসিংকে মৃত্যু ফাঁদ করে রাখা হয়েছে।
পথচারী আজম বলেন, কর্তৃপক্ষের এমন গাফিলতির কারণে যে কোনও সময় বড় রকমের
দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সমস্যা সমাধানের দাবি করছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও রোডের স্টেশন মাস্টার মো. আখতারুল ইসলাম বলেন, একটি গেট বেরিয়ার যান্ত্রিক ত্রুটির কারণে নামানো যাচ্ছে না। সমস্যা সমাধানে অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here