বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

0
359

খবর৭১ঃ করোনাভাইরাসের প্রকোপে নারী বিশ্বকাপের বাছাইপর্ব বাতিল হওয়াটাই যেন আশীর্বাদ হয়ে এলো বাংলাদেশ দলের জন্য। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার এক বিবৃতিতে বাছাই পার্বের খেলা বাতিল ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ভার্সন ধরা পড়ায় বাছাই পর্বের খেলা বাতিল হয়।

টুর্নামেন্টের নিয়মানুসারে প্রতিযোগিতা বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পেল বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বছরের ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে বিশ্বকাপের মূলপর্বের খেলাগুলো হবে। বিশ্বকাপের স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে নিউজিল্যান্ড। এছাড়া মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here