সৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

0
362

সৈয়দপুর প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে লায়ন্স স্কুল এন্ড কলেজে ওই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা র্পষদের সভাপতি লায়ন মো. রেয়াজুল আলম রাজু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজাসহ অন্যান্য কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। টিকাদান কার্যক্রমের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলবার উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ৫শ’ জন পরীক্ষার্থীকে টিকা দেয়া হয়।প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সাফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, লক্ষণপুর স্কুল এন্ড কলেজ ও সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসা। আগামিকাল বুধবার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, আগামি ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় উপজেলার ১৪টি কলেজ,২টি কারিগরী কলেজ (বিএম) ও ৬ টি আলিম মাদ্রাসা থেকে ৪ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here