সৈয়দপুরে সাংবাদিক কাজী জাহিদের ছোট বোনের ইন্তেকাল

0
275

সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি সাংবাদিক কাজী জাহিদের ছোট বোন কবিতা ইকবাল চৌধুরী শোভা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত জটিল অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামিকাল বুধবার তার মরদেহ ভারত থেকে ফেনীতে পৌঁছানোর পর বাদ মাগরিব প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ফেনীর পরশুরাম উপজেলার চানগাজী দিঘী মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গুতমা চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমার অকাল মৃত্যুতে সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here