ছাতকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরুল আলম সংবর্ধিত

0
301

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকে দোলারবাজার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নূরুল আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের নরসিংপুর তালুপাট এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। স্থানীয় মনফর আলীর সভাপতিত্বে ও এসএম আমজাদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতী নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন, এদেশের মানুষের ভাটাধিকার কেড়ে নেয়া হয়েছে। জনগন অবাধে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছে না। এরপরও এতটুকু সুযোগ সৃষ্টি হলে ভোটের মাধ্যমে আওয়ামী দুঃশাসের বিরোদ্ধে জবাব দিতে পিছ পা হয় না জনগন। সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, সংবর্ধিত অতিথি নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নূরুল আলম, নব নির্বাচিত ইউপি সদস্য আনর উদ্দিন, নব নির্বাচিত মহিলা সদস্য হেনা বেগম। বক্তব্য রাখেন, স্থানীয় আনোয়ার হোসেন ময়না, সোহানুর রহমান সোহান, মতিউর রহমান, ছাদিকুর রহমান, মাহবুব রহমান, রাহেল আহমদ, প্রবাসী জাহির আলী, সুন্দর আলী, ফয়েজ আহমদ, কামাল আহমদ, হাবিবুর রহমান সুজন, ইসহাক আলী, আনজব আলী, আলী আহমদ সিলু, হাবিব আহমদ, মানিক মিয়া, আলতাফুর রহমান, আরব আলী, আব্দুল মালিক, আলীম উদ্দিন, সায়েম আহমদ, মোহাম্মদ আলী, সায়েক আহমদ, আলী আহমদ, লায়েক আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জাহির মিয়া। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here