শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের পুটখালী ইউনিয়নে রসাল মিষ্টির ডালি নিয়ে দ্বারে দ্বারে আনারস মার্কায় ভোট চাইলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন। গত কয়েকদিন যাবত তার নির্বাচনী প্রচার প্রচারনা বন্ধ করে দেওয়ায় এবং তার সমর্থকদের ঘরবাড়ি ভাংচুরসহ তাদের উপর হামলা মামলাস হওয়ায় অনেকটা অবরুদ্ধ ছিলেন তিনি। মঙ্গলবার দিনব্যাপী সকল ভয়ভীতি উপেক্ষা করে অজস্র মানুষের ভালোবাসার টানে তিনি এ মিষ্টির ডালি নিয়ে তার নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে যায় এবং মিষ্টি মুখ করিয়ে আনারস প্রতীকে ভোট ভিক্ষা চায়।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থকরা তার সাথে ছিলেন।