বুলগেরিয়ার পর্যটকবাহী বাসে আগুন: ৪৫ জনের মৃত্যু

0
434

খবর ৭১: বুলগেরিয়ায় পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে যায়। এতে ৪৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, মৃতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। দগ্ধ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ স্থানীয় একটি টেলিভিশনকে এ কথা জানিয়েছেন।

দেশটির দূতাবাসের একজন কর্মকর্তা স্থানীয় বিটিভিকে জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here