কাজী শাহ্ আলম, লালমনিরহাট প্রতিনিধি: ৪র্থ ধাপে ২৩ ডিসেম্বর/২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের নামের তালিকা রবিবার প্রকাশ হয়েছে।
প্রকাশিত তালিকায় উপজেলার ১২টি ইউনিয়নে যাদের নাম প্রকাশ করা হয়েছে, বড়খাতা ইউনিয়নে মোঃ আবু হেনা মোস্তফা জামাল সোহেল (বর্তমান চেয়ারম্যান), গড্ডিমারী মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল (বর্তমান চেয়ারম্যান), সিংগীমারী মোঃ মনোয়ার হোসেন দুলু (বর্তমান চেয়ারম্যান), টংভাঙ্গা মোঃ সেলিম হোসেন (সভাপতি,ইউনিয়ন আওয়ামীলীগ), সিন্দুর্না মোঃ নুরুজ্জামান (সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ) পাটিকাপাড়া মোঃ মজিবুল আলম সাদাত (বর্তমান চেয়ারম্যান), ডাউয়াবাড়ী মোঃ মশিউর রহমান (আইন বিষয়ক সম্পাদক,উপজেলা কমিটি), নওদাবাস একেএম ফজলুল হক (উপদেষ্টা উপজেলা কমিটি) গোতামারী মোঃ মোজাম্মেল হক (সদস্য উপজেলা কমিটি), ভেলাগুড়ি মোঃ শফিকুল ইসলাম (সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ), সানিয়াজান মোঃ আবুল হাসেম তালুকদার (উপদেষ্টা উপজেলা কমিটি), ফকিরপাড়া মোঃ নুরুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান)।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের প্রকাশিত নামের তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন।