ঠাকুরগাঁওয়ে প্রথমবার “বডি বিল্ডিং” প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
378

ঠাকুরগাঁও প্রতিনিধি: “ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়–ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ফিটনেস জীমের আয়োজনে এই প্রথবার অনুষ্ঠিত হল “বডি বিল্ডিং” প্রতিযোগীতা।

বুধবার রাতে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ফিটনেস জীমে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিটনেস জীম এর সত্বাধিকারী ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এ্যাসোসিয়েসনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীর সহ জীম এর ট্রেইনার ও অন্য সদস্যবৃন্দ।

বডি বিল্ডিং প্রতিযোগীতায় ৬জন প্রতিযোগী অংশগ্রহন করে। তার মধ্যে হতে তিনজনকে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এসময় মরতুজা মোনা ও ফিরোজ নামের দুইজন বিচারক প্রতিযোগীতের শারিরিক কসরত দেখেন। প্রতিযোগীতায় ১ম শান্ত ইসলাম, ২য় রাজ ও ৩য় হয় বাঁধন।

পরে বিজয়ীদের হাতেঁ ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ। অতিথিরা এমন আয়োজনে সাধুবাদ জানান। জীম সুঠাম দেহ, সুস্থ দেহ গঠন ও মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here