লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত

0
394
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক চাপায় সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬) নামের দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় মৌলভী সাহেবের বাড়ির কাজল চৌধুরীর মেয়ের ঘরের নাতিন।
ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার সেগুনবাগিচা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
সদর থানা পুলিশের এসআই আব্দুল হান্নান জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সড়কে ছিটকে পড়ে।এসময় বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।
সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here