ভরিতে ২৩৩৩ টাকা বাড়ল সোনার দাম

0
274

খবর৭১ঃ দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। আজ শনিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা।

শুক্রবার রাতে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে জোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

শনিবার থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ব্যয় হবে ৭৪ হাজার ৩০০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৮০ টাকায়।

গতকাল শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here