বিশ্বকাপের মাঝেই বলিউড অভিনেত্রীর সঙ্গে রাহুলের প্রেম প্রকাশ্যে

0
315

খবর৭১ঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের ভাগ্যের পেন্ডুলাম যখন দুলছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ওপর তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল দলটির ওপেনার লোকেশ রাহুলের প্রেমবিষয়ক তথ্য।

বেশ কয়েকমাসের গুঞ্জন, বলিউড অভিনেতা সুনীল শেঠীর মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠীর সঙ্গে চিটিয়ে প্রেম করছেন রাহুল।

যদিও এ নিয়ে দুই পক্ষের কেউ মুখ খুলছিলেন না। এবার চলতি বিশ্বকাপের মধ্যেই সেই গুঞ্জন সত্যতা নিশ্চিত হলো। নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছেন খোদ লোকেশ রাহুলই।

আথিয়া শেঠীর জন্মদিনে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন রাহুল যেখানে, সুনীল তনয়াকে ‘মাইল লাভ’ বলে উল্লেখ করেছেন এ ভারতীয় ওপেনা। যা রীতিমতো ভাইরাল।

লোকেশ রাহুলের সেই ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, হাসিমুখে আথিয়ার সঙ্গে দাঁড়িয়ে তিনি। ছবির ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘শুভ জন্মদিন মাই লাভ’। সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।

প্রেমিকের পোস্টে রিপ্লাই দিয়েছেন আথিয়াও। তিনিও একটি লাল ভালোবাসা চিহ্ন দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার দুবাইয়ে স্কটল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ভারত। এদিন লোকেশ রাহুলের মাত্র ১৯ বলে ৬ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে করেন ৫০ রান। প্রেমিকরাহুলের ওই দুর্দান্ত পারফরম্যান্স গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেন আথিয়া। ক্যামেরার লেন্স এড়ায়নি এই বলি অভিনেত্রীকে। রাহুল হাফ সেঞ্চুরী করতেই মাঠের সমস্ত ক্যামেরা প্যান করেছিল আথিয়ার দিকে। হাততালি দিয়ে রাহুলের জন্য আথিয়ার উচ্ছ্বাস ক্যামেরাবন্দি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here