কুড়িগ্রামের রাজারহাটে সমবায় দিবস পালিত

0
387

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা সমবায় কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও সিংগারডাবড়ী হাট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক এস এ বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ‘সাপ্তাহিক রাজারহাট খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সমবায় সুহৃদ বিশিষ্ট সাংবাদিক মো: রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদু, কাল্ব সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বের লিটন, ইনছিনিয়াত সমবায় সমিতির সভাপতি মো: আব্দুল ফারুক প্রমূখ। অনুষ্ঠান শেষে সমবায়ে বিভিন্ন অবদান রাখায় সমবায় সুহৃদ ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক, ‘সাপ্তাহিক রাজারহাট খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি ও ইউএনও নূরে তাসনিম। এদিকে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪টি সমবায় সমিতি লিঃ কে ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here