হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার নামে ট্রাক,কাভার্ডভ্যান, পিকআপসহ পন্যবাহী যানবাহন থেকে চাদা আদায় ও লামাকাজি সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবীতে ছাতকে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক-শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বাস ষ্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সভাপতি রেজাউল হক তালুকদার রাজুও সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ মালিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গালাম ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আবু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জিয়াউল হক, সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদাল মিয়া, সিলেট বিভাগীয় ট্রাক, কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ। বক্তব্য রাখেন, ছাতক ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কার্যকরী সভাপতি আনিসুর রহমান চৌধুরী সুমন, সহ-সভাপতি এমাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল জাহার, সহ সভাপতি আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় কমিটির আওতাভুক্ত দক্ষিণ সুরমা, মোগলা বাজার সমিতির সভাপতি জালাল খান, সহ সভাপতি কাওছার আহমদ, জুমায়ের ইসলাম জুয়েল, সিলেট জেলা বাস, মিনিবাস চালক সমিতি বিশ্বনাথ শাখার সভাপতি তুহিন চৌধূরী, সুনামগঞ্জ জেলা বাস চালক শ্রমিক সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন, ছাতক ট্রাক চালক শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবির আহমদ অভি। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাতক পৌরসভার নামে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী থেকে ট্রিপ প্রতি চাঁদা আদায় করা হচ্ছে। যা সিলেট বিভাগের অন্য কোনো পৌরসভায় নেই।
পৌরসভার নামে আদায়কৃত এসব টোল বন্ধের দাবী জানান বক্তারা। অন্যতায় মালিক- শ্রমিক সংগঠনের নেতৃত্ব বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। বক্তারা আরো বলেন, লামাকাজি সেতুতেও অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এসব বন্ধ না হলে ঐক্যবদ্ধ মালিক-শ্রমিক সংগঠন আন্দোলনে নামতে বাধ্য হবে। সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাদাবাজি ও জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট বিভাগে সোমবার ও মঙ্গলবার ডাকা পরিবহন ধর্মঘট পালনের আহবান জানান নেতৃবৃন্দ। সভায় জেলা বাস চালক শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ সদরের সভাপতি মছব্বির মিয়া, সাবেক সভাপতি লালু মিয়া,সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ছোরাব আলী, ছাতক ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি রিয়াজ আহমদ রাজু, সহ-সভাপতি আবুল হোসেন, রিপন গুপ্ত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইফ,সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম মাসুদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান মিয়া, সদস্য সাইফুর রহমান, কবির উদ্দিন, ট্রাক চালক শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু ঘোষ, সহ-সভাপতি সুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদূ আহমদসহ ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোজাহিদুর রহমান সোহাগ।