পুরান ঢাকায় ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

0
355

খবর৭১ঃ রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ১টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোয়ারীঘাটের একটি জুতার কারাখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এর পর আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মো. আবদুল কাইউম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here