শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল শুন্যরেখা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি ঘোড়া উপহার দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। বুধবার বেলা ১০ টার সময় ভারতের সেনাবাহিনীর সদস্যরা ঘোড়াগুলি নিয়ে সীমান্তের পেট্রাপোলে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মৈত্রীর বন্ধনে উপহারের ঘোড়াগুলি গ্রহন করেন।
পরে, বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলি ৬টি ট্রাকে করে ঢাকার সাভার সেনানিবাসের উদ্দেশ্যে রওয়ানা হয়।
বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্ণেল মাজহার আল খোকন, লে. কর্ণেল আশরাফুল আলম, মেজর প্রদীপসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কোলকাতা সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মনমীথ সিং সবরওয়াল, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স এ্যাডভাইজার কর্ণেল আর কে সাজেদ, লে. কর্ণেল রাকেশ সিংহসহ ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।
ভারতীয় সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীকে এই ঘোড়া উপহারের মাধ্যমে দুইদেশের সেনাবাহিনীর মধ্যে সৌহাদ্য সম্প্রীতি আরো মধূর হলো বলে জানালেন উপস্থিত দু’দেশের সেনাবাহিনীর কর্মকর্তারা।
বেনাপোল চেকপোস্টে বিজিবি সুত্রে জানা যায়, ভারতের পশ্চিবঙ্গ রাজ্যের কোলকাতা সেনানিবাস থেকে ঘোড়াগুলি বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এর পূর্বেও ভারতীয় সেনাবাহিনী কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দিয়েছেন।