সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে বাম গণতান্ত্রিক শক্তির মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
435

সৈয়দপুর প্রতিনিধি:
দেশের বিভিন্ন জেলায় পুজা মন্ডপে ভাংচুর, সংখ্যালঘুদের ওপর হামলা,বাড়িঘরে আগুন দেয়ার প্রতিবাদে আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে বাম গণতান্ত্রিক শক্তির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে শহীদ স্মৃতি অম্লান চত্বরে বেলা ১১ টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বামদলগুলোর নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য বলেন বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা কমরেড এ্যাডভোকেট তুষার কান্তি রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির সম্পাদক কমরেড দেলোয়ার হোসেন জাবিস্কো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা রুহুল আলম মাস্টার, নারী নেত্রী কামরুন নাহার ইরা, কমরেড তোফাজ্জল হোসেন প্রমূখ। পরে একই স্থানে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসুচির প্রতি সংহতি জ্ঞাপন করেন বাম গণতান্ত্রিক শক্তির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here