টিভি পর্দায় ‘আলিঙ্গন’ নিষিদ্ধ হলো পাকিস্তানে

0
262

খবর৭১ঃ টেলিভিশনের পর্দায় ‘আলিঙ্গনের’ দৃশ্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। চলতি সপ্তাহে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বলে শনিবার আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত নাটকে এ ধরনের দৃশ্যের সম্প্রচার ইসলামী শিক্ষা ও পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সমাজের এক বড় অংশের দাবি, সম্প্রচারিত নাটকগুলোতে পাকিস্তানি সমাজের সঠিক চিত্র ফুটে উঠছে না। সেদিক থেকে বিচার করে এবার অশোভন পোশাক, শয্যাদৃশ্য, আলিঙ্গন, চুম্বন, সংবেদনশীল বিতর্কিত প্লট ও অপ্রয়োজনীয় দৃশ্য সম্প্রচারে বিরত থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এসব দৃশ্য দর্শকদের জন্য ‘অস্বস্তিকর’ বলেও নির্দেশনায় বলা হয়েছে।

পাকিস্তানে টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপও নিষিদ্ধ।

অশ্লীলতার অভিযোগে গত বছর পেমরা তিনটি টিভি নাটক এবং ওয়েব সিরিজ চুরাইলকে নিষিদ্ধ করেছিল।
কয়েকদশক ধরে পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের অবস্থা পড়তির দিকে। তবে মানসম্মত স্ক্রিপ্ট আর পারিবারিক এবং সামাজিক জীবনের সূক্ষ্ম চিত্রায়নের কারণে দেশটির টিভি নাটক ও সিরিয়ালগুলোর দর্শকপ্রিয়তা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here