পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় টানা ৪ দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত পানি জমে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয় ও সাধারণ মানুষের। টানা ৩ দিন কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওযার প্রভাবে গত শুক্রবার সন্ধ্যা থেকে অত্র এলাকায় বৃষ্টি শুরু হয়। যা পরবর্তী সোমবার পর্যন্ত অব্যাহত থাকে। টানা ৪ দিনের ভারী এ বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ে। পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেক সড়ক তলিয়ে যায় পানিতে। গত এ কয়দিনে সাধারণ মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হয়। দিন মজুরের কাজ করতে না পারায় চরম দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।