সৈয়দপুরে কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন করলেন নীলফামারী পুলিশ সুপার

0
248

সৈয়দপুর প্রতিনিধি :
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমীর দিনে গতকাল বুধবার রাতে সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন করেছেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। রাতে তিনি শহরের শহীদ তুলশীরাম সড়কে উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপে এলে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান,
উপজেলা কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন কমিটি ও সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু। এ সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, উপজেলা কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ক্ষিতীশ চন্দ্র রায়, বিশিষ্ট শিল্পপতি গোকুল কুমার পোদ্দারসহ পূজা উদযাপন কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান পূজামন্ডপের নেতৃবৃন্দ ও মন্ডপে আসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় ও দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় পূজামন্ডপ ছাড়াও পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণে সৈয়দপুরসহ জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here