তাইওয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ২৫

0
335

খবর৭১ঃ তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের ১৩তলা একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় দমকল বিভাগের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ভবনটির আগুন অত্যন্ত ভয়াবহ ছিল। আগুনে ভবনটির বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরটির দমকল বাহিনীর প্রধান লি চিং-হসিউ সাংবাদিকদের জানান, তারা ১১টি মরদেহ মর্গে পাঠিয়েছেন। গুরুতর অসুস্থ আরও ৫৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের বেঁচে থাকার সম্ভাবনা নেই। হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। পুড়ে যাওয়া ভবনে আর কোনো মরদেহ আছে কিনা তা উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here