তুরাগ নদে ট্রলারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

0
281

খবর৭১ঃ রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ট্রলারডুবির ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার তুরাগ নদের থেকে সোমবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই নারীর নামপরিচয় এখনও জানা যায়নি।

জানা যায়, সকালে স্থানীয় লোকজন ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

গত শনিবার ভোরে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের লোকজন তল্লাশি করে ৩ শিশু, এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে। নিখোঁজ থাকেন একজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here