খবর ৭১: রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দল কাজ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদীতে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনও আমরা কাউকে উদ্ধার করতে পারিনি।