পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার গদাইপুরে শারদীয় দূর্গাপূজা ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নতুন বাজার চত্বরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নবাগত ওসি মোঃ জিয়াউর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি দাউদ শরীফ, গদাইপুরের ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রভাষক ময়নুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও জিয়াউর রহমান। অনুষ্ঠান স ালনা করেন এম এম আজিজুল হাকিম।